Art & Craft (শিল্প ও নৈপুণ্য )

শিল্পের দিক থেকে বললে, আর পাঁচটা বাংলার গ্রামের মতো আমাদের গ্রাম ও খুব সাধারণ। কিন্তু প্রশ্নটা হলো, বাকি আর পাঁচটা গ্রাম কেমন ? পশ্চিম বাংলার গ্রামের এইখানে একটু বৈচিত্র আছে, ভারতবর্ষের বেশিরভাগ গ্রামের থেকে।
গান শেখা , ছবি আঁকা , তার সাথে নাচ , ব্যায়াম , তবলা গিটার ও আছে। ছেলে মেয়ে একটু বড় হলেই স্কুলে যাবার সাথে সাথে এগুলোও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায়- জীবনের। হয়তো অনেকেই আমরা সময়ের সাথে সাথে জীবন-ধারনের তাড়ায় পারিনা সৃষ্টির ওই সূক্ষ্য কলাগুলোকে ধরে রাখতে , তও সবাই শুরু করি। জানিনা, এটাই হয়তো আমাদের বাংলার সভ্যতা ও ঐতিহ্য। সে যাইহোক, আমরা ওই দার্শনিক চিন্তায় যাচ্ছি না।মোদ্দা কথা হলো, আমাদের গ্রামে ঘরে ঘরে কবি , আঁকিয়ে , নাচ গানের ওস্তাদ। তারই মধ্যে কিছু যাদের সৃষ্টি হয়তো সত্যিকারের নতুন সৃষ্টি বলে মনে হয়, থাকবে লেখা এই পাতায়। সে কেউ দেখুক আর নাই দেখুক, থাকবে তাদের স্বকীয় উপস্থিত।

চিত্র কলা

নৃত্য কলা

সঙ্গীত কলা

কবি ও কবিতা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Goja

Waiting for details