স্বাস্থ্য।
স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান।
এই তিনটের মধ্যে স্বাস্থ্য হলো প্রথম।
কেন?
না, কোনো গল্প বা তথ্যের ভিত্তিতে নয়, আমাদের মনে নয়, স্বাস্থ্য ঠিক থাকলে তবেই বাকি দিকে মনসংযোগ করা সম্ভব: সে শিক্ষাই হোক বা কর্মসংস্থান।
স্বাস্থ্য ঠিক থাকা মানে?
ওই অসুখ বিসুখ না হওয়া। বড় রোগ থেকে বাঁচানো, বা আগাম সংকেত।
এই পাতায় লেখা থাকবে ওই সব কথা। আমরা কি করছি, কি ভাবছি। কি সমস্যা। স্বাস্থ্যের পরিসংখ্যান ও মাপ। বা উন্নতি। এইসব। কোভিড কেয়ার নাম নিয়ে গ্রামের সবাই চেষ্টা করছে অনেকটা।
খুব শিগগির হয়তো পারবো গ্রামবাসীর স্বাস্থ্যের একটা চিত্র তুলে ধরতে, আমাদের ডাক্তারবাবুর সাহায্যে।
ডাক্তার ও মেডিকেল সাপোর্ট
শ্রী বিশ্বরূপ গুছাইত
প্রথম ও একজনই MBBS ডাক্তার আমাদের ছোট গ্রামের। না, বেশি দিনের গল্প নয়। তা প্রায় বছর দশেক হবে। তার আগে আমাদের গ্রামে, তার পাশের গ্রামে ও তার তার পাশের গ্রামেও কোনো ডাক্তার ছিল না।
হোমিওপ্যাথি
আনন্দ গুছাইত
বাকিদের তালিকা প্রস্তুত হচ্ছে
মেডিকেল সাপোর্ট
সাম্যজিৎ গুছাইত
বাকিদের তালিকা প্রস্তুত হচ্ছে