Background of “JANBAR COVID CARE”
To fight against COVID-19, a self motivated volunteer group was formed by 1st week of May, 2021 by all villagers and made it open to invite each and every villagers without any discrimination of age, gender or influence. The people are welcomed to take any kind of responsibility as per capability, choice, expertise without any obligation. The primary goal was set-up to increase awareness among people to fight against COVID. A close “Whatsapp group” was created for Janbar to raise all concern of all villagers. Apart from regular awareness messages all daily activities, issues are posted regularly. People are openly invited to discuss and propose new plans too. All the plan, activity, resources are made open in a true transparent way.
The Link of all plan and resources: http://t.ly/i1SV
- Vision Statement:
- If I am safe and sound, my family will be safe. If my family is safe, my neighbors will be safe.
- If my neighbors are safe, my family will be safe.
- Our Goal: To preserve this circle of equilibrium.
- ভিশন স্টেটমেন্ট:
- আমি সুস্থ থাকলে, আমার পরিবার সুস্থ থাকবে।
- আমার পরিবার সুস্থ থাকলে, আমার প্রতিবেশী সুস্থ থাকবে।
- আমার প্রতিবেশী সুস্থ থাকলে, আমি ও আমার পরিবার সুস্থ থাকবো।
- আমাদের লক্ষ্য : এই চক্রটা পরিপূর্ণ রাখা।
- Mission Statement:
- No one of my family and neighbors shall be affected by COVID
- If someone is infected by COVID, we shall resist against its spread and stay along with the affected people।
- People should get all possible best treatment of COVID within our capacity.
- No one should die because of unavailability of treatment for COVID.
- মিশন স্টেটমেন্ট:
- করোনাতে আমাদের পরিবার ও প্রতিবেশী কেউ আক্রান্ত হবে না।
- কেউ করোনাতে আক্রান্ত হলেও, আমরা করোনাকে বাড়তে দেব না ও আক্রান্তের পাশে থাকবো।
- করোনাতে আক্রান্তের চিকিৎসা যথা–সম্ভব ভালো ভাবে হোক।
- করোনাতে বিনা চিকিৎসায় কারোর মৃত্যু না হয়।
আমরা আছি, আপনার পাশে, আপনার সাথে।
১) সর্দি, কাশি, জ্বর, গলা ব্যাথা? আমাদের বলুন।
২) কোরোনা টেস্ট করবেন কি না? আমাদের বলুন।
৩) কোরোনা পজিটিভ হলে — আমাদের বলুন।
৪) কোরোনা হলে ডাক্তারি পরামর্শ চাই? আমাদের বলুন।
৫) কোরোনা র ওষুধ পাচ্ছেন না? আমাদের বলুন।
৬) কোরোনা পজিটিভ বাড়ির চারপাশে স্যানিটাইজ করবেন? আমাদের বলুন।
৭) কোরোনার ভ্যাকসিনের জন্য নাম রেজিষ্টার করবেন? আমাদের বলুন।
৮) বাড়িতে সবাই কোরোনা পজিটিভ, বাজার করার লোক নেই? আমাদের বলুন।
৯) বিশেষ অবস্থা? অক্সিজেন দিতে হবে বা হসপিটালে যেতে হবে? আমাদের বলুন।
১০) আরো কোনো সাহায্য পেতে আমাদের জানান।
আমরা কারা? আপনার বাড়ির পাশেরই চেনা মুখগুলো।
আমরা যথাসাধ্য চেষ্টা করবো অপনাদের সাহায্য করতে।
আসুন সবাই মিলে হাতে–হাত মিলিয়ে কোরোনা তাড়াই।

COVID এর বিধিনিষেধ
১) খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।
২) বাইরে বেরোলে মাস্ক পরুন, দরকার পড়লে বাড়ির মধ্যেও। ভালো কোয়ালিটির ট্রিপল লেয়ার মাস্ক।
৩) বাইরে বেরোলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন, এক ঘন্টা অন্তর হাত সানিটাইজ করুন, চশমা পরে বের হন।
৪) একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। কমপক্ষে ৬ ফুট, করমর্দন করবেন না।
৫) যতটা সম্ভব বাইরের জিনিস কম ছোঁবেন।
৬) মাথায় কভার/টুপি, মেয়েরা মাথায় ওড়না লাগিয়ে বের হন।
৭) ঘড়ি, আংটি, হার বা কোনো ধাতুর জিনিস খুলে রাখুন। ধাতুতে ভাইরাস কমবেশি পাঁচ দিন থেকে যায়।
৮) অফিসে নিজের কাপ, প্লেট, চামচ আলাদা রাখুন, বাইরে খাওয়া থেকে বিরত থাকুন।
৯) বাইরে থেকে আসলে আগে জুতো, জামা, প্যান্ট, বাইরেই চেঞ্জ করে নিন, জামাকাপড় সাবান জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন ও কেচে নিন। সাবান দিয়ে পুরো শরীর ধুয়ে নিন, প্রয়োজনে স্নানকরুন।
১০) বাইরের জিনিস সঙ্গে সঙ্গে ঘরে ঢোকাবেন না, বাইরেই ধুয়ে নিন, নাহলে স্যানিটাইজ করে একদিন ছেড়ে দিন, তারপর ধুয়ে ঘরে ঢোকান।
১১) মানিব্যাগ, টাকা, মোবাইল সনিটাইজ করে আলাদা রাখুন।
১২) গরম জলে আদা, গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, তুলসিপাতা, দারুচিনি মিশিয়ে খান ও গরম ভেপার নিন।
১৩)যখন তখন চোখ, মুখ, নাকে হাত দেবেন না।
১৪) পুষ্টিকর খাবার খান, পাতি লেবু রোজ খান।
নিজে বাঁচুন, অপরকে বাঁচান।
The COVID CARE program was planned to execute only for three states out of Five.
Stage-1: Awareness
Stage-2: Medicine, treatment and Isolation
Stage-3: Urgent support: Oxygen, Ambulance
Stage-4: Hospitalization (Beyond Scope)
Stage-5: funeral and cremation (Beyond Scope)
The document contains plan for initial three stages only, considering our practical capability.
Beyond the plan, the COVID CARE team has shown their spontaneous interest to execute the activities till Stage-5 within and beyond village ecosystem !!
Name | Mail-ID |
---|---|
Dr Biswarup guchhait | biswarupguchhait@gmail.com |
RAJANI MAITY | rajani.iittm@gmail.com |
SUBHA SHEE (BILTU) | subhashee465@gmail.com |
JOTIRMAY DANDAPAT | jotirmaydandapat142@gmail.com |
SUJOY SHEE (Swapan) | sujoyshee1998@gmail.com |
Soumen Shee (Bachhu) | soumenshee.nielit@gmail.com |
HIRAK MAITY | hirak0707@gmail.com |
NISHI MAITY | nishi.ajkant02@gmail.com |
CHANDAN MAITY | chandan2002x@gmail.com |
JAYDEEP MAITY | jaydeepmaity905@gmail.com |
SAMYAJIT GUCHHAIT | samyajitguchhait@gmail.com |
Partha maiti | Parthamaiti23@gmail.com |
SUBRATA MAITY | |
MOLOY BHOWMICK | bmoloy34@gmail.com |
KASHINATH MAITY | |
suchandan bhowmick | |
Sudipa Samanta | samantasudipa03@gmail.com |
SHRABANA BHOWMIK | bhowmikshrabona@gmail.com |
LALTU RONG | lalturong1989@gmail.com |
SANATAN PAUL (Sona) | Sanatanpaul084@gmail.com |
ADITYA RONG | adityarong89@gmail.com |
SRIMANTA MAKHAL | |
SOUMITRA SAMANTA | soumitrahs@gmail.com |
KARTICK SAMANTA | karticksamanta401@gmail.com |
CHANDAN BERA | Chandanbera221@gmail.com |
ALOKE MAITY (Hari) | |
SAMAPIKA SAMANTA | samantasamapika99@gmail.com |
HIMIKA SAMANTA | samanta.himika.96@gmail.com |
UTTAM SAMANTA | NA |
CHINMOY SAMANTA | |
ABHIJIT SAMANTA | abhijitSamanta328@gmail.com |
PIYALI SAMANTA | samantapiyali39@gmail.com |
SANDIP BERA | mrbera1992@gmail.com |
SUMANTA SAMANTA | linksumanta@gmail.com |
Phase-1
Sl No | Item | Quantity | Donated/Contributed by | Resource Type |
1 | Pamphlet/Poster | 250 | Classified | consumable: Single time |
2 | Banner (3×5 ft flex) | 5 | Classified | consumable: Single time |
5 | Oximeter | 5+3 nos | Classified | Capital |
6 | Infrared Thermometer | 2 nos | Classified | Capital |
8 | BP Meter | 1 | Classified | Capital |
3 | 3 ply mask | 500 pc | Classified | consumable: Recurring |
4 | Sanitizer | 3x 5L | Classified | consumable: Recurring |
7 | Gloves -Ploy | 200 | Classified | consumable |
9 | PPE Kit | 25+2 | Classified | consumable: Recurring |
11 | Bleaching Powder | 1+5Kg | Hirak Maity, Bishwarup Guchhait | consumable:Recurring |
12 | Spray Machine | 1 | Madan Guchhait | Capital |
11 | Gloves (latex) | 100 pairs | Classified | consumable:Recurring |
Phase-2
Sl No | Item | Quantity | Donated by | Resource Type |
1 | ASCAZIN 50 MG TABLET (10 TAB) | 400 | Classified | consumable:Recurring |
2 | IVELOC 12 MG TABLET (2 TAB) | 126 | Classified | consumable:Recurring |
3 | LIMCEE CHEWABLE (ORANGE | 405 | Classified | consumable:Recurring |
4 | UPRISE D3 60K CAPSULE (8 CAP) | 104 | Classified | consumable:Recurring |
5 | WYSOLONE DT 10 MG TABLET (15 | 660 | Classified | consumable:Recurring |
Phase-3
Sl No | Item | Quantity | Contributed by | Resource Type |
1 | Oxygen Cylinder | 1 | Samar Maity | Capital (on Demand) |
2 | Oxygen Cylinder | 1 | Subrata Maity | Capital (On Demand) |
3 | Ambulance | 1 | Gram Panchayet | consumable:Recurring |



To be updated
Activities
বিস্তারি বিবরণ শীঘ্রই

More than 270 children were consulted in Janbar and surrounding villages to fight against third wave of COVID on Doctor’s Day. The initiative was triggered by Covid-Care group with Dr Bishwarup.. Read more….
করোনা সংক্রমনের এই সময়টিতে অনেক চিকিৎসক রোগীদের সরাসরি দেখতে পারছেন না এবংঅধিকাংশ ডাক্তারের চেম্বারও বন্ধ। JANBAR covid care টিম এর পক্ষ থেকে ও চন্ডিপুর রুরাল হসপিটাল এর সহযোগিতায় আগামী বৃহস্পতিবার(১ লা জুলাই) পশ্চিমবঙ্গের নবরুপকার Dr. Bidhan Chandra Roy এর জন্মদিন উপলক্ষে ১২ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সাধ্যমতো ঔষধ বিতরন ও রক্তে হিমোগ্লোবিন পরিমাপের এবং Covid সচেতনতার জন্য medical ক্যাম্প এর আয়োজন করা হয়েছে । সময় সকাল ৮ টা থেকে বেলা ১২ টা।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করোনা এর তৃতীয় ঢেউ খুবই বিপদজনক হতে চলেছে । তাই বাড়ির শিশুদেরই সুরক্ষার জন্য কিছু বিধি নিষেধ মেনে চলা জরুরি এবং সে বিষয়ে একটি সচেতনতা শিবির(অভিজ্ঞ পরামর্শদাতা এর ততত্বাবধানে) এর আইজন করা হয়েছে । তাই সমস্ত মা দের কে উপস্থিতি থাকতে অনুরোধ করা হচ্ছে।এবং এই উপলক্ষ্যে আগামী মঙ্গলবার সকাল ৯:৩০ টা থেকে মাইক প্রচার করা হবে যেটি জানবার তিন মাথার মোড় থেকে শুরু হয়ে শ্রীকৃষ্ণ পুর হয়ে পুনরায় জানবার এ প্রবেশ করবে। এ লড়াই আমার আপনার একার লড়াই নই এটা সবার লড়াই, আপনার সচেতনতাই আপনার পরিজনকে , আপনার সুন্দর শিশুটিকে, এই পৃথিবীকে রক্ষা করতে পারে।
যাক, আজকে মাইক প্রচার টা ভালো ই হয়েছে । মানুষ অন্তত কান পেতে শুনেছে । প্রভাব পড়বে ভালো ই । তবু এর সঙ্গে যদি বাড়ি বাড়ি গিয়ে একটু শোনানো যেত , আরও ভালো হত । অবশ্য আমরা কয়েকজন কাল যাচ্ছি বাগ পাড়ার দিকে , মুখে মুখে campaign করতে । আশা কর্মী অনেক টা আমাদের কাজ এগিয়ে দিয়ে দেন । আশা করি কাজ টায় আমরা সফল হবো ।
27th June.
আজ ২য় দফায় গাছ লাগানো হলো । বৃষ্টি র মধ্যেই ছেলে রা কাজ টা সম্পন্ন করলো । আমার নিজের অভিজ্ঞতা য় বলি , যেহেতু সময় পেয়েছিলাম, এরকম কাজ করতে তো ভালো ই লাগলো । এবং আমার ধারণা বাকি সকলের মধ্যে ই এক ই অনুভব কাজ করেছে । এই রকম নিত্যনতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে এই গ্রাম এর সঙস্কৃতিই বদলে যাবে । আমাদের সকলেই ভাবুক । সঙগঠন ও আমাদের মজবুত থাকবে । রক্ত দানের কথা উঠে ছিল , কিন্তু এখন হয়তো সম্ভব নয় । পুজোর আগে ই ভাবা হোক , এমন কিছু একটা করতে যাতে গোটা গ্রাম পাশ ফেরে! –Partha Maity

About 200 trees are planted at surround of village on 20th June, 2021. All villagers spontaneously participated. Initiated by the COVID Care team as extended activity of COVID awareness. Read more….
বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
প্রস্তুতি 🌳🌳
বনসৃজনের প্রস্তুতির পথে আমরা সবাই, আপনাদের সাথে।
আজ বাঁশ গাছ কাটা হলো, বাখারি দিয়ে গাছের বেড়া বানানোর জন্য।
বাঁশ গাছ দিয়েছেন:
১)সনাতন পাল
২)শ্যাম সামন্ত
৩) অবিনাশ মাইতি
প্রায় ৯০ টা গাছের বেড়া দেবার মতো বাঁশ কাটা হয়েছে। প্রায় ৮-৯ টা বাঁশ।
বাঁশের বাখারি প্রস্তুতিতে হাতে হাত লাগিয়েছেন:
১)সৌমিত্র সামন্ত
২)সনাতন পাল
৩)আদিত্য রং
৪)পল্লব দন্ডপাট
৫) অলোক মাইতি
৬)শুভ সী
৭)চন্দন বেরা
৮)জয়দ্বীপ মাইতি
৯)পার্থ মাইতি
১০)সুব্রত মাইতি
১১) গুরুপদ বর ( শ্রীকৃষ্ণ পুর)
নামের আগে পরে দেখবেন না, তবুও দেখুন ১১ নম্বর। গুরুপদ’দা পাশের গ্রামের হলেও এগিয়ে এসেছেন হাতে হাত লাগাতে। ভালো কাজও অনেকটা ছোঁয়াচে।
এই একসাথে কাজ করার কোনো তুলনা হয় না। আমরা শুধু কাজই করছি না, সম্পর্কের একটা নতুন ভাষা ও তৈরি করেছি। সে বলে বোঝানো যাবে না। আসুন একসাথে এগিয়ে সবাই -সামনের রবিবার।
9th June
10th June
শ্রীকৃষ্ণপুর মান্না পাড়ায় কোভিড আক্রান্ত পরিবারের একজনের রক্তের sample collection হল। আমাদের team থেকে। যে সকল স্বেচ্ছাসেবক সাহায্য করেছেন –
১) সম্যজিত গুছাইত
২) সৌমিত্র সামন্ত
13th June
আজ JCC Team পৌঁছে গিয়েছিল অনেকটাই দূরে। পানশিলা (বাগনান থেকে প্রায় দশ কিমি উত্তর দিকে)। ডঃ বিশ্বরূপ গুছাইতের নির্দেশ মত Rapid Antigen Test সহ আরও কিছু test হল এক পেশেন্টের।
যে সকল স্বেচ্ছাসেবক পৌঁছে গেছিলো
১) সৌমিত্র সামন্ত
২) সম্যজিৎ গুছাইত
সকলকে অনেক ধন্যবাদ🙏
০৪ জুন, ২০২১:
আরো এককদম : সুস্থ সমাজের দিকে, মনুষ্যত্বের দিকে, হাতে হাত মিলিয়ে।
কেউ সামনে, কেউ পিছনে থেকে। কেউ অতি উচ্চে -কেউচুপি সাড়ে জানান দিলো: হ্যাঁ, আমরা আছি পাশে ও একসাথে।
আজকের সবার সহায়তার চিত্রটা প্রায় এইরকম।
কেউ বেশি বা কম এগিয়ে পিছিয়ে থাকলেও, একসাথে থাকার অঙ্গীকারটা বেঁচে থাকলেই অনেক।
শুধু মাঝে মধ্যে জানান দিলেই হবে: ওই, একটু দাঁড়া। হাঁপিয়ে গেছি। অথবা, বলো, ক্লান্ত লাগছে।
বলেই দেখো। দেখবে, সবাই আছে তোমার পাশে।
প্রায় একটা যজ্ঞ হয়ে গেল, কাল। গ্রামের অনেক অনেক লোকের সায়াহতা আছে। সবাইকে আলাদা করে উল্লেখ করে তাদের ইচ্ছা ও মহৎ উদ্দেশ্যকে ছোট করা হয়।
তাও, শুধু মনে রাখার জন্যেই এই লেখাটা।
সমস্ত গ্রামবাসী ছাড়াও এই কার্যক্রমের সার্থকতার তিনটে দিক ছিল:
১. সক্রিয় স্বেচ্ছাসেবক
২. আর্থিক সাহায্যকারী
৩. বিশেষজ্ঞ, স্বাস্থ্য ও আশা কর্মী যাঁদের ছাড়া এটা অসম্ভব
একটা খসড়া তালিকা সবাইকে নিয়ে:
১. সক্রিয় স্বেচ্ছাসেবক :
সৌমিত্র সামন্ত, শুভ সী, সাম্যাজিত গুছাইত, নিশিকান্ত মাইতি, সুজয় সী, অভিজিৎ সামন্ত (মঙ্কু) , চন্দন বেরা, শ্রবনা ভৌমিক, কার্তিক সামন্ত, পল্লব দন্ডপাট, লাল্টু রং, শ্রীমন্ত মাখাল, সুদীপা সামন্ত, পিয়ালী সামন্ত, সৌমেন সী, সনাতন পাল, মিনতি গুছাইত, হেমন্ত গুছাইত, পার্থ মাইতি
২. আর্থিক সাহায্যকারী যাঁরা চেষ্টা করছেন হাসপাতাল, আশা কর্মী ও স্বেচ্ছাসেবকদের জলপান ও টিফিন এর ব্যবস্থার
মিনতি গুছাইত, পার্থ মাইতি, সৌমিত্র সামন্ত, চন্দন বেরা, অভিজিৎ সামন্ত , লাল্টু রং, ভোম্বল সামন্ত, শ্রীমন্ত মাখাল, নিশিকান্ত মাইতি, চন্দন মাইতি ।
৩. বিশেষজ্ঞ, স্বাস্থ্য ও আশা কর্মী যাঁদের ছাড়া এটা অসম্ভব ছিল।
আশা কর্মী :
কাজলী গুছাইত, সুজাতা বাগ, অর্পনা অধিকারী, সুলাচনা সামন্ত, উমাশসি কুন্ডু, সুলেখা বেরা
এএনএম : চন্দা ফারাস
সি এইচ ও : সহেলি পাল
হাসপাতাল স্টাফ: সুশান্ত, প্রশান্ত, কৌশিক, ডঃ রাকেশ, নিখিল সামন্ত, বাপি (ড্রাইভার)
এবং অবশ্যই আমদের সর্বতোভাবে সহযোগিতা করেছেন আমাদের ডাক্তারবাবু ডঃ বিশ্বরূপ গুছাইত।
আমাদের এই টিমকে সঠিক ভাবেগড়ে তুলে এগিয়ে নিয়ে চলার জন্য চন্দন মাইতি এবং হীরক মাইতিকে অসংখ্য ধন্যবাদ। ওনারা না থাকলে হয়তো আমাদের এই টিম গড়ে উঠতো না।
প্রায় ২৩০ জন গ্রামবাসী টেস্ট করিয়েছেন। আশার কথা খুব কম লোকই সংক্রমিত মাত্র দু জন (০.০১ শতাংশ)।
যাইহোক, কাজ শেষ হয়েও হয় না।
আজও, শনিবার (০৫ জুন, ২০২১) অনেকে আছেন পুরো স্কুল স্যানেটাইজ করতে। যেমন: শুভ সি, সৌমিত্র সামন্ত, পল্লব দণ্ডপাঠ, সোনা পাল, আদিত্য, হীরক মাইতি প্রমুখ।
৩ জুন, ২০২১ দেওয়াল লিখন: এবারের দেওয়াল লিখনটা বাকি চার পাঁচটার মতন নয়। খুব ব্যক্তিগত : আমার, আপনার, সকল গ্রামবাসীর। আপনার স্বার্থে ও আমাদের স্বার্থে। সাদা-কালো নয়। রঙ্গে মাতানো। প্রতিদিন সকালে কিংবা বিকেলে একবার হলেও আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। এবার শুধু মুখে নয়, আপনাদের সবাইকে পড়িয়ে তবেই আমরা নিস্তার নেব। ভাবছেন কে ও কারা লিখলো? আপনাদেরই লোক: ১. চন্দন সামন্ত ২. শ্রীমন্ত মাখাল দেওয়াল সাদায় (চুন করা) হাত লাগিয়েছেন ১. কার্তিক সামন্ত ২. শুভ সি না, ব্যাপারটা শুধু লেখাই নয়, উদ্যোগ, লেখার সরঞ্জাম, সময় সবই ওনাদের দ্বারায় সম্পন্ন হচ্ছে। স্যালুট।
Few others activities are also carried out today: Information and application has been shared to Gram Pnchayat Pradhan, BMHO of Chandipur Rural Hospital, Meeting organised for next day Antigen Test.
Sad demise of Mr Hemanta Samanta because of COVID. The COVID CARE team was only aware at last stage of infection when it was out of control and he had to admit to hospital. The team was only informed when few members escorted him to admit in hospital. Mr Samanta had few commodities. We all had a big set-back as we could not penetrate all villagers by our message.
Some of the team members who escorted Mr Samanta for hospitalization: Subha Shee, Saumitra Samanta (in PPE kit), Sumanta Samanta, Rajnikant Maity, Kartik Samanta (in PPE kit), Aloke Maity.
৩০ মে, ২০২১
এই এক কদম এক কদম করে চাললেও, শুধু কোরোনা নয়, একটা সর্বাঙ্গীন প্রতিরোধক ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে শীঘ্রই। সচেতনতা হলো রোগ প্রতিরোধের ও রোগ থেকে দূরে থাকার প্রথম হাতিয়ার। আজ সেই সচেতনতা বৃদ্ধির পথে আর একটু এগিয়ে যাবার চেষ্টা। একজন মানুষ ও যদি এর থেকে একটু নিজেদের জীবনযাত্রা একটুও বদলায়, তাহলেও সার্থকতা। আরো মজার বিষয় হলো, এর কোনো পরিমাপ নেই, থাকবে না কোনো চূড়ান্ত পাশ ফেলের তালিকা। হয়তো সুস্থ সবল থাকার সংখ্যাটা মাপা হবে অনেক অনেক দিন পর। এই প্রজন্মে বা, আগামী। এবারের চেষ্টাটাও সচেতনতা বাড়ানো। রঙীন বড় ব্যানার। না, কোনো দোকানের বা কোম্পানির নয়, গ্রামের মানুষদের জন্য, গ্রামের মানুষজন দ্বারাই। আপাতত চার-পাঁচটা দিয়ে শুরু। প্রয়োজনবোধে আরো আসবে। বিভিন্ন প্রান্তে লাগানো হলো ব্যানার। রবিবার। নিজের নিজের ব্যক্তিগত সময়ের মধ্যেও যারা একটু সময় বের করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন: ব্যানার লাগানোর কাজে হাত মিলিয়েছেন: সৌমিত্র সামন্ত কার্তিক সামন্ত পার্থ মাইতি শুভ সী ব্যানারের স্ক্রিপ্ট ও বানানো: অনিচ্ছুক। কোথায় কোথায় লাগানো হয়েছে: রং পাড়া, মাঝের পাড়া, তিন মাথার মোড়, ভৌমিক পাড়া, উত্তর পাড়া। অনুরোধ, সবাইমিলে নিজে নিজের জায়গাতে একই সচেতনতা গড়ে তুলুন ও সেটা সবাইকে বলুন। হ্যাঁ, সবাইকে জানান।এতে বাকিরাও অনুপ্রাণিত হবে ও হাতে হাত মিলিয়ে কাজ করতে এগিয়ে আসবেন। যদি কোনো নাম বা সাহায্যে ভুলে থাকে সেটা অনিচ্ছাবসত ও কেউ ত্রুটি ধরিয়ে দিলে সংশোধন করে দেওয়া হবে।
আজ গ্রামের অনেকটা অংশ স্যানেটাইজ করা হলো হাইপোক্লোরেট সল্যুশন দিয়ে। না, কাজের ও সাহায্যের তুলনা নয়, শুধুমাত্র একটুখানি মনে রাখার জন্যই নাম গুলো বলা দরকার। এনারাই এম এল এ বা এম পি হলে সংবাদ পত্রে হয়তো নাম ছাপতো। হয়তো বাকিদের (যারা ভাবছেন কিন্তু এগিয়ে আসছেন না) কিছুটা উদ্বুদ্ধ ও করা যেতে পারে এই ভাবে। দুর্ভাগ্যবসত আজ বোধহয় রং পাড়ায় স্যানেটাইজ করা সম্ভব হয়নি কারণ সল্যুশন শেষ হয়ে গিয়েছিল (আমাদের এস্টিমেশান ঠিক করতে হবে)। এতে পক্ষপাতিত্ব খুঁজবেন না, দয়া করে। চেষ্টা হবে, আরো চারপাশ থেকে উদ্যোগ নেওয়া হোক প্রতি সপ্তাহে।
ছবিতে যাদের নাম দেখলাম, তাদের অসংখ্য ধন্যবাদ: সৌমিত্র সামন্ত রজনী মাইতি শুভ সী অবিনাশ মাইতি জয়দীপ মাইতি হীরক মাইতি যারা রিসোর্স দিয়ে হাত বাড়িয়েছে: স্প্রে ড্রাম দিয়েছে ১) জয়দ্বীপ মাইতি ২) অবিনাশ মাইতি ৩) গুছাইত্ দের ব্লিচিঙ পাউডার এনেছে হীরক মাইতি।
এটাকে কি আমরা নিয়মিত ভাবে (সপ্তাহে একদিন) করতে পারি – আগামী কয়েক মাস?
Second round of Awareness rally initiated by COVID Care Team. Wall painting initiated for larger impact.
The first rally with limited face, shaky voice with infinite inspiration.